রহস্যময়, রোমাঞ্চকর, রাত
রাত ১০:৩০: বোন পড়াশুনো করছে, আমি whatsapp করছি। আমাদের বাড়ির পাশে একটা নতুন ফ্ল্যাট হয়েছে, সেখানে দাম্পতি তাদের ২বছরের মেয়েকে নিয়ে হয়তো কোন জাগায় ঘুরতে ,কিংবা ইনভিটাশন আটটেন্ড করতে গেছিলেন। ওনাদের ফ্লাটে এক above ৬০-৬৫বয়স এর এখন সবসময় থাকবার কাজের মহিলা থাকেন। ওনারা 'মাসি' বলে ডাকেন।
তারা ঘুরতে গেলে বাড়িতে থাকেন দরজা খুলে দেন ,কোনো দিনও call তোলে না তা হয়নি।
সেই কখন থেকে মোবাইলও call করে যাচ্ছে কিন্ত মাসি phone তুলছে না।
এখন রাত ১১:৩০ এক ঘন্টা ধরে বেল বাজিয়ে যাচ্ছে, ডেকে যাচ্ছে , call করছে কিছুতেই মাসির সাড়া শব্দ নেই।
ওই ফ্ল্যাটের ২'তলার বাসিন্দারা Main Gate খুলে দেন। দরজায় অনেক ধাক্কা দেওয়া হয়, ডাকা ডাকি, call সবই চলতে থাকে কিন্তু মাসি সারা দেন নি।
ফ্ল্যাটের প্রমোটার চলে আসেন , পাড়ার লোকজন জড়ো হয় , হাতুড়ি থেকে যাবতীয় দরজা ভেঙ্গে দেওয়ার সামগ্রী আনা হয়।
কৌতূহল, রোমাঞ্চকর ব্যাপার। যত রাত গাঢ় হচ্ছে তত লোকজন রাস্তায় নেমে পড়েছে কৌতুহল নিয়ে। নানারকম আলোচনার মাঝে একজন অন্য ফ্ল্যাট থেকে চিলিয়ে বলে উঠলেন :"পুলিশ ডেকেছেন ? শুনছেন পুলিশ কে আগে বলুন এখানে আসতে"
দরজা খোলা যাচ্ছেই না। বেশ পোক্ত।
তাছাড়া ভেতর থেকে ছিটকানি লাগানো। রাস্তার দিকে এসে বারান্দার দিকটা দেখে দম্পতি বলেন "নিশ্চই কিছু হয়ছে, আমরা কত দিন নাইট stay ও করেছি কোনোদিন এরম হয়নি।
তাহলে বারান্দা দিয়ে ঢুকে কাউকে ছিটকিনি খুলতে হবে।" কিন্তু দেখুন মাঝের ঘরে light ta ঝলছে তার মানে মাসি অপেক্ষা করছিলেন।
"পুলিশ আসছে ," এটি শুনতে না শুনতেই সাইরেন এর জোর আওয়াজ। Fire ব্রিগেডিয়ার গাড়ি এসছে। সাথে আশের পাশের সব বাড়ি , ফ্ল্যাটের লোকজন প্রায় ঘুমকতে না পেরে উঠে বারান্দায় কিংবা রাস্তায়।
প্রশ্ন: "কি হলোটা কি?
মারা গেলেন!
কিভাবে?
কোনো দুর্ঘটনা?
আত্মহত্যা?
খুন!?
লুঠ?
পলাতক?"
"সন্দেহজনক ব্যাপার!"
"নিশ্চই কিছু তো হয়েছে!"
যত লোক তত কথা।
যাইহোক , Fire ব্রিগেডের গাড়ি থেকে নেমে সবাই প্রায় দৌড়িয়ে বোরো বোরো লাল সাঁড়াশি , চেনি আর কিসব লোহা লক্ষর নিয়ে নেমে পড়লো।
এদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষজন , বারান্দা দিয়ে উকি মারা public ভাবছে "আমাদের পাড়ার নামটা বধোয় Newspaper এ এলো বলে"
প্রায় রাত ১:৩০ta: দরজা ভাঙতে fire ব্রিগেডের অধিকারীরা দরজায় একবারই মারার আগেই দরজার ওপর থেকে দরজা খুলে গেল।
মহিলার কন্ঠস্বর
বললেন :
"আমি ঘুমিয়ে পড়েছিলাম ! এত আওয়াজ শুনে আমি ভাবলাম বাড়িতে ডাকাতি পড়েছে। এসে শুনি আপনারা!!"
সারা পাড়া জুড়ে, একটা থমথমে রোমাঞ্চকর পরিবেশ। ঠিক একটা ক্রিকেট ফাইনাল ম্যাচের মতন। কি হবে কি গল্প হবে, এত Sabdhan India হতে হতে কমেডি Nights হয়ে গেল,😑
রাত ১০:৩০: বোন পড়াশুনো করছে, আমি whatsapp করছি। আমাদের বাড়ির পাশে একটা নতুন ফ্ল্যাট হয়েছে, সেখানে দাম্পতি তাদের ২বছরের মেয়েকে নিয়ে হয়তো কোন জাগায় ঘুরতে ,কিংবা ইনভিটাশন আটটেন্ড করতে গেছিলেন। ওনাদের ফ্লাটে এক above ৬০-৬৫বয়স এর এখন সবসময় থাকবার কাজের মহিলা থাকেন। ওনারা 'মাসি' বলে ডাকেন।
তারা ঘুরতে গেলে বাড়িতে থাকেন দরজা খুলে দেন ,কোনো দিনও call তোলে না তা হয়নি।
সেই কখন থেকে মোবাইলও call করে যাচ্ছে কিন্ত মাসি phone তুলছে না।
এখন রাত ১১:৩০ এক ঘন্টা ধরে বেল বাজিয়ে যাচ্ছে, ডেকে যাচ্ছে , call করছে কিছুতেই মাসির সাড়া শব্দ নেই।
ওই ফ্ল্যাটের ২'তলার বাসিন্দারা Main Gate খুলে দেন। দরজায় অনেক ধাক্কা দেওয়া হয়, ডাকা ডাকি, call সবই চলতে থাকে কিন্তু মাসি সারা দেন নি।
ফ্ল্যাটের প্রমোটার চলে আসেন , পাড়ার লোকজন জড়ো হয় , হাতুড়ি থেকে যাবতীয় দরজা ভেঙ্গে দেওয়ার সামগ্রী আনা হয়।
কৌতূহল, রোমাঞ্চকর ব্যাপার। যত রাত গাঢ় হচ্ছে তত লোকজন রাস্তায় নেমে পড়েছে কৌতুহল নিয়ে। নানারকম আলোচনার মাঝে একজন অন্য ফ্ল্যাট থেকে চিলিয়ে বলে উঠলেন :"পুলিশ ডেকেছেন ? শুনছেন পুলিশ কে আগে বলুন এখানে আসতে"
দরজা খোলা যাচ্ছেই না। বেশ পোক্ত।
তাছাড়া ভেতর থেকে ছিটকানি লাগানো। রাস্তার দিকে এসে বারান্দার দিকটা দেখে দম্পতি বলেন "নিশ্চই কিছু হয়ছে, আমরা কত দিন নাইট stay ও করেছি কোনোদিন এরম হয়নি।
তাহলে বারান্দা দিয়ে ঢুকে কাউকে ছিটকিনি খুলতে হবে।" কিন্তু দেখুন মাঝের ঘরে light ta ঝলছে তার মানে মাসি অপেক্ষা করছিলেন।
"পুলিশ আসছে ," এটি শুনতে না শুনতেই সাইরেন এর জোর আওয়াজ। Fire ব্রিগেডিয়ার গাড়ি এসছে। সাথে আশের পাশের সব বাড়ি , ফ্ল্যাটের লোকজন প্রায় ঘুমকতে না পেরে উঠে বারান্দায় কিংবা রাস্তায়।
প্রশ্ন: "কি হলোটা কি?
মারা গেলেন!
কিভাবে?
কোনো দুর্ঘটনা?
আত্মহত্যা?
খুন!?
লুঠ?
পলাতক?"
"সন্দেহজনক ব্যাপার!"
"নিশ্চই কিছু তো হয়েছে!"
যত লোক তত কথা।
যাইহোক , Fire ব্রিগেডের গাড়ি থেকে নেমে সবাই প্রায় দৌড়িয়ে বোরো বোরো লাল সাঁড়াশি , চেনি আর কিসব লোহা লক্ষর নিয়ে নেমে পড়লো।
এদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষজন , বারান্দা দিয়ে উকি মারা public ভাবছে "আমাদের পাড়ার নামটা বধোয় Newspaper এ এলো বলে"
প্রায় রাত ১:৩০ta: দরজা ভাঙতে fire ব্রিগেডের অধিকারীরা দরজায় একবারই মারার আগেই দরজার ওপর থেকে দরজা খুলে গেল।
মহিলার কন্ঠস্বর
বললেন :
"আমি ঘুমিয়ে পড়েছিলাম ! এত আওয়াজ শুনে আমি ভাবলাম বাড়িতে ডাকাতি পড়েছে। এসে শুনি আপনারা!!"
সারা পাড়া জুড়ে, একটা থমথমে রোমাঞ্চকর পরিবেশ। ঠিক একটা ক্রিকেট ফাইনাল ম্যাচের মতন। কি হবে কি গল্প হবে, এত Sabdhan India হতে হতে কমেডি Nights হয়ে গেল,😑